নিউজ ডেস্ক : ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ন আহবায়ক এম কফিল উদ্দিন আহমেদ বৃহস্পতিবার বিকেল ৩টায় রাজধানীর উত্তরা আমির কমপ্লেক্সের সামনে ঢাকা ১৮ আসনের মনোনয়ন প্রত্যাশীদের গণমিছিলে অংশ নিয়ে বিশাল শোডাউন করেন। কয়েক হাজার মানুষ এ মিছিলে উপস্থিত ছিলেন।
মিছিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্যে এম কফিল উদ্দিন আহমেদ বলেন, “ঢাকা ১৮ আসন আজ ঐক্যবদ্ধ। আমাদের প্রত্যাশা, দল যেন এই আসনে সৎ ও যোগ্য ব্যক্তিদের মনোনয়ন দেয়। চারজন মনোনয়নপ্রত্যাশীর মধ্যে যেকোন একজনকে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে ন্যায়নিষ্ঠা বজায় রাখা হবে।”
উত্তরা২৪-এর সাথে আলাপচারিতায় তিনি আরও জানান, “আমি দীর্ঘ ৪০ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। আমার দৃঢ় বিশ্বাস, দল আমাকে মনোনয়ন দেবে। আসন্ন জাতীয় নির্বাচন হবে একটি নিরপেক্ষ সরকারের মাধ্যমে। আমরা আশা করি এই নির্বাচন বিএনপির মাধ্যমে জনগণের রায় অনুযায়ী সরকারের গঠন নিশ্চিত করবে।”
এ মিছিলের মাধ্যমে এম কফিল উদ্দিন আহমেদ এবং তার সমর্থকরা দলের প্রতি তাদের আনুগত্য ও মনোনয়ন প্রত্যাশা প্রকাশ করেছেন। মিছিলটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে এবং এতে অংশগ্রহণকারীরা জাতীয় নির্বাচনে অংশগ্রহণের গুরুত্ব ও দলের ঐক্য নিয়ে আলোচনা করেছেন।
ঢাকা মহানগর উত্তর বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, দলীয় নীতি ও যোগ্যতার ভিত্তিতে মনোনয়ন প্রদান নিশ্চিত করা হবে এবং নির্বাচনের জন্য প্রস্তুতি জোরদার করা হবে।
এই গণমিছিল বিএনপি কর্মী ও সমর্থকদের মধ্যে উদ্দীপনা বৃদ্ধি করেছে এবং ঢাকা ১৮ আসনে দলীয় ঐক্য প্রদর্শনের গুরুত্বপূর্ণ একটি ইঙ্গিত হিসেবে বিবেচিত হচ্ছে।


