ইব্রাহিম হাসান হাসনাইন: ঢাকা-১৮ আসনে বিএনপির মনোনয়ন ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে দলের নিবেদিতপ্রাণ এম কফিল উদ্দিন আহমেদকে কেন্দ্র করে। দলের খসড়া মনোনয়ন তালিকায় তার নাম না থাকায় উত্তরার বিএনপি নেতাকর্মীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। তবে তারা এখনো আশাবাদী— শেষ পর্যন্ত দল সুবিচার করবে এবং মাঠের পরীক্ষিত নেতার প্রতি আস্থা রাখবে।
দীর্ঘ ৪০ বছর ধরে বিএনপির রাজনীতিতে সক্রিয় এম কফিল উদ্দিন আহমেদ উত্তরার তৃণমূল রাজনীতিতে অত্যন্ত জনপ্রিয়। ছাত্রজীবনে তিনি টঙ্গী কলেজ ছাত্র সংসদের (জিএস) দায়িত্ব পালন করেন। এরপর থেকেই দলের প্রতিটি আন্দোলন-সংগ্রামে সামনের সারিতে ছিলেন। তার নেতৃত্বে উত্তরার তৃণমূল নেতাকর্মীরা সংগঠিত হয়ে বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে এলাকা ধরে রেখেছেন।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন,
“উত্তরার রাজনীতিতে এম কফিল উদ্দিনের সাংগঠনিক দক্ষতা ও জনপ্রিয়তা বিএনপির নির্বাচনী কৌশলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”
মনোনয়ন তালিকায় নাম না থাকায় তার অনুসারীরা সোমবার থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ ও দুঃখ প্রকাশ করছেন। অনেকেই স্থানীয় বৈঠক ও আলোচনায় দলের প্রতি আস্থা রেখে বলেছেন—
“যে নেতা ঘাম, শ্রম ও ত্যাগ দিয়ে দলকে টিকিয়ে রেখেছেন, তিনিই যেন এবার ধানের শীষের প্রার্থী হন।”
তৃণমূল নেতারা মনে করেন, এম কফিল উদ্দিন আহমেদ শুধু একজন প্রার্থী নন, বরং উত্তরার বিএনপির প্রাণ। তাদের বিশ্বাস, দলের চূড়ান্ত মনোনয়ন ঘোষণায় এম কফিল উদ্দিনের নামই আসবে ধানের শীষের প্রতীকে।


