ঢাকা-১৮ : মনোনয়নের পথে জটিল সমীকরণ

এস.এম.নাহিদ : ঢাকা-১৮ আসনে বিএনপির মনোনয়ন নিয়ে দলে এখন চলছে তীব্র প্রতিযোগিতা ও আলোচনার জোয়ার। দলের প্রতীক ধানের শীষ কার হাতে উঠবে-এ প্রশ্নে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত আগ্রহ ও জল্পনা চরমে উঠেছে। চূড়ান্ত সিদ্ধান্ত এখন দলের হাইকমান্ডের হাতে। দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন (২০২৬) সামনে রেখে এ আসনে পাঁচ থেকে আটজন প্রভাবশালী নেতা মনোনয়ন প্রত্যাশী হিসেবে সক্রিয় রয়েছেন। এর মধ্যে চারজন ইতোমধ্যে প্রাথমিকভাবে সবুজ সংকেত পেয়েছেন বলে জানা গেছে, আর দুইজন রয়েছেন চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায়।

বিএনপির পরিকল্পনা অনুযায়ী, আগামী মাসের প্রথম সপ্তাহে ঢাকা-১৮সহ আরও ছয়টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হতে পারে। এর আগে সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭ জন প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশ করেন। ঢাকার ২০টি আসনের মধ্যে ইতোমধ্যে ১৩টি আসনের প্রার্থী ঘোষণা করা হয়েছে।বাকি সাতটি তথা ঢাকা-৭, ৯, ১০, ১৩, ১৭, ১৮ ও ২০-আসনের প্রার্থী নির্ধারণ এখনো বাকি রয়েছে।

মনোনয়ন দৌড়ে এগিয়ে থাকতে সম্ভাব্য প্রার্থীরা এখন ব্যস্ত সময় পার করছেন। কেউ শীর্ষ নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন, আবার কেউ মাঠপর্যায়ে তৃণমূলের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করার চেষ্টা করছেন। স্থানীয় ভোটারদের মতে, ঢাকা-১৮ আসনে বিএনপির সাফল্য অনেকটাই নির্ভর করবে এমন একজন প্রার্থীর ওপর, যিনি তৃণমূলের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত এবং জনবান্ধব ভাবমূর্তি সম্পন্ন। তাছাড়া রাজধানীর উত্তরাংশে অবস্থিত এই আসনটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ, কারণ এটি উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবেও বিবেচিত।

দীর্ঘদিনের পর্যবেক্ষণে স্থানীয়রা মনে করেন, এ আসনে বেশ কয়েকজন ত্যাগী ও যোগ্য নেতা রয়েছেন, যারা দলের কঠিন সময়ে পাশে থেকেছেন। তাদের মধ্য থেকে কাউকে মনোনয়ন দিলে বিএনপি এ আসনে প্রতিযোগিতামূলক অবস্থানে থাকতে পারবে বলে তারা আশা করছেন।ভোটাররা আরও জানান, তারা এমন প্রার্থী চান যিনি সৎ, কর্মীভিত্তিক ও জনগণের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। পাশাপাশি, তারা একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ প্রত্যাশা করেন। সর্বোপরি ঢাকা-১৮ আসনের মনোনয়ন দৌড় এখন বিএনপির অভ্যন্তরীণ রাজনীতির অন্যতম আলোচিত বিষয়। শেষ পর্যন্ত ধানের শীষ কার হাতে উঠবে-এ প্রশ্নের উত্তর মিলবে দলের হাইকমান্ডের চূড়ান্ত ঘোষণায়।