ঢাবি সংবাদদাতা : ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তির আবেদনের সময় শেষ হচ্ছে ৭ সেপ্টেম্বর রাত ১২টায়।
গত ২২ আগস্ট আবেদনপত্র গ্রহণ প্রক্রিয়ার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।
গত বছরের তুলনায় এ বছর বিভিন্ন বিভাগে ২০০টি আসন বাড়ানো হয়েছে। এ ছাড়া নতুন একটি বিভাগ খোলা হয়েছে এবং তিনটি প্রোগ্রামও বাড়ানো হয়েছে। এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোট আসন সংখ্যা ৬ হাজার ৮০০টি।
আগামী ২৩ সেপ্টেম্বর কলা অনুষদের অধীনে খ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে। ২৪ সেপ্টেম্বর চারুকলা অনুষদের অধীনে চ ইউনিট, ৩০ সেপ্টেম্বর ব্যবসায় শিক্ষা অনুষদের অধীনে গ ইউনিট, ২১ অক্টোবর বিজ্ঞান অনুষদের অধীনে ক ইউনিট এবং ২৮ অক্টোবর সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে।