ঢাবির অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা কয়েক দফা দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : বৃহস্পতিবার বেলা ১১টা থেকে মানববন্ধন করে তারা। পরে তারা ওই সড়ক অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা কয়েক দফা দাবিতে রাজধানীর নীলক্ষেত মোড়ে মানববন্ধন করেছেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (রমনা বিভাগ) মারুফ হোসেন সরদার জানিয়েছেন, শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। আমরা সতর্ক আছি, যাতে কোনো বিশৃঙ্খলা না হয়।

শিক্ষার্থীরা জানান, সেশনজটের কারণে লেখাপড়ায় বিঘ্ন ঘটছে। ২০১৪-১৫ সেশনের ফলাফল জানুয়ারির মধ্যে প্রকাশ করা ও মার্চের মধ্যে তৃতীয় বর্ষের পরীক্ষার রুটিন দিতে হবে।