ঢাবির গার্হস্থ্য অর্থনীতি ভর্তির মেয়াদ বাড়ল

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় জীববিজ্ঞান অনুষদভুক্ত গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে অনলাইনে ভর্তির আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে।

আগামী ১২ নভেম্বর রোববার দুপুর ২টার পরিবর্তে আগামী ২৬ নভেম্বর রোববার পর্যন্ত আবেদন করা যাবে। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটে (http://admission.eis.du.ac.bd) ভর্তির সাধারণ নিয়মাবলী ও ভর্তির নির্দেশিকা পাওয়া যাবে।