নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হলে বিশেষ অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলেন- মো. লিমন, রিয়াজ হোসেন, সানি, মো. টিটন, সজীব, তপু ও ইমন হোসেন।
সোমবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখা থেকে জানানো হয়, রোববার দিবাগত রাতে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিম ও হল প্রভোস্টের সহযোগিতায় শাহবাগ থানা পুলিশ এ অভিযান চালায়।
সূর্য সেন হলের ৩১৩, ৩১৪ ও ৩১৫ নম্বর কক্ষে অভিযান চালিয়ে ডেটোনেটর, স্প্লিন্টার, সালফার জাতীয় দ্রব্য, চাইনিজ কুড়াল ও রামদা উদ্ধার করা হয়। সাতজনকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়। গ্রেপ্তারকৃতরা সবাই বহিরাগত। এ ঘটনায় শাহবাগ থানায় মামলা হয়েছে।