ঢাবির হল সম্মেলন করবে ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোকে আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে ‘হল সম্মেলন’ করবে বাংলাদেশ ছাত্রলীগ।

আগামী ২৭ নভেম্বর সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অপরাজেয় বাংলার পাদদেশে অনুষ্ঠিত হবে এ সম্মেলন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সম্মেলন বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স বলেন, ‘বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় হল সম্মেলন একটি ব্যতিক্রধর্মী আয়োজন। ছাত্রলীগের প্রাণ ও শক্তির আঁধার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল শাখা। শাখাগুলো দক্ষ নেতৃত্ব তৈরির উর্বর ভূমি। সম্মেলনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের একঝাঁক তরুণ ও মেধাবী নেতৃত্ব বেরিয়ে আসবে। তারা নতুন উৎসাহ ও প্রেরণা নিয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার গর্বীত অংশীদার হতে পারবে।’