নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রথম ও দ্বিতীয় বর্ষের ৭০০ মেধাবী, অস্বচ্ছল ও প্রতিবন্ধী শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন।
প্রত্যেক শিক্ষার্থীকে বছরে ৩০ হাজার করে অনার্স চলাকালীন ৪ বছরে মোট ১ লাখ ২০ হাজার টাকা দিবে অ্যাসোসিয়েশন।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক অনুষ্ঠানে ১০ জন শিক্ষার্থীকে তারা ৩০ হাজার টাকার চেক প্রদান করেন। পরে নির্বাচিত অন্যদেরকে নির্দিষ্ট ব্যাংকের মাধ্যমে বৃত্তির টাকা দেওয়া হবে।
অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে আজাদ চৌধুরীর সভাপতিত্বে ও মহাসচিব রঞ্জন কর্মকারের সঞ্চলনায় বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি ছিলেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী প্রমুখ।
আবুল মাল আবদুল মুহিত বলেন, দেশের উন্নয়নের জন্য সবচেয়ে ভালো ব্যবস্থা হলো সবাইকে শিক্ষিত করে তোলা। এজন্য যে ধরনের সুযোগ সুবিধা দরকার তা দিতে হবে। তোমাদের দায়িত্ব হলো নিজেদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা। নিজের ক্যারিয়ার গড়ার পাশাপাশি দেশের উন্নয়নে অবদান রাখতে হবে।
ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর স্থান ছাড়া সবকিছুর সম্প্রসারণ হয়েছে। সমস্যা থাকবে সমস্যার উত্তোরণ ঘটিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
সভাপতির বক্তব্যে এ কে আজাদ চৌধুরী বলেন, টাকার অভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থীর লেখাপড়া বন্ধ হবে না। এটি আমাদের প্রতিশ্রুতি। বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট ও শ্রেণিকক্ষের সমস্যা দূর করতে ভবিষ্যতে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন কাজ করবেন বলে উল্লেখ করেন তিনি।
বৃত্তি প্রদানে অনুদান দিয়েছে বেক্সিমকো, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, সিটি গ্রুপ, স্টিলটেক ইন্ডাস্ট্রি লিমিটেড, নয়ার, রাইজিং হোল্ডিং লিমিটেড, হান্নান ফ্যাশন লিমিটেড, ইমরান ফজলুর রহমান এবং খাজা নারগিস হোসেন।