নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হিসাব বিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৮টার দিকে জগন্নাথ হল থেকে অপু সরকার (২০) নামের ওই ছাত্রকে নিথর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল (ঢামেক) কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিসক তাকে মৃত ঘোষণা করেন।
অপু সরকারের রুমমেট অর্ণব ও রতন জানান, রাত ১টার দিকে তারা সবাই ঘুমাতে যান। সকালে সে (অপু) ঘুম থেকে না ওঠায় তারা কয়েকবার ডাকেন। তারপরও না ওঠায় নিথর অবস্থায় তাকে ঢামেকে নেওয়া হয়।
ঢামেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বাচ্চু মিয়া বলেন, অপুর শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। হার্ট অ্যাটাকে অপুর মৃত্যু হতে পারে।
অপু সরকার ঢাবির হিসাব বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি জগন্নাথ হলের ৪৭৪ নম্বর কক্ষে থাকতেন। তার বাবার নাম হরিপদ সরকার। গ্রামের বাড়ি ঢাকার ধামরাইয়ে।