
নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে স্বজনদের ‘হামলার’ ঘটনায় জরুরি চিকিৎসা সেবা বন্ধ রয়েছে।
রোববার দুপুরে নওশাদ (৫০) নামের এক রোগীর মৃত্যুর পর এ হামলার ঘটনা ঘটে। ওই রোগী হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন ছিলেন। স্বজনদের অভিযোগ, চিকিৎসকদের অবহেলায় নওশাদের মৃত্যু হয়েছে।
মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী পরিদর্শক বাচ্চু মিয়া জানান, দুপুরে হাসপাতালের সিসিইউতে নওশাদ আহমেদ নামে এক রোগী মারা যান। বেলা ২টার দিকে ওই রোগীর স্বজনদের সঙ্গে কিছু লোক এসে হাসপাতালে হামলা করে। এতে কয়েকজন চিকিৎসক, নার্স, স্টাফ ও আনসার সদস্য আহত হন।
এরপর চিকিৎসকরা নিরাপত্তাহীনতার কথা বলে হাসপাতালে ঢোকার বিভিন্ন গেট বন্ধ করে দেন এবং জরুরি বিভাগের সেবাও বন্ধ করে দেওয়া হয়।
এ ঘটনার পর বিকেলে ঢামেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমানের সঙ্গে বৈঠকে বসেছেন চিকিৎসকরা।