ঢামেকে ডাক্তারের রুমে আগুন

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ডাক্তারের রুমে আগুন লেগেছিল। আজ রবিবার সকাল সোয়া ৭টার দিকে হাসপাতালের ১১২ নম্বর ওয়ার্ডের বারান্দায় এক চিকিৎসকের রুমে এই অগ্নিদুর্ঘটনা ঘটে।

তবে তাৎক্ষণিকভাবে হাসপাতালের কর্মচারীরাই তা নিভিয়ে ফেলেছে। এতে কেউ হতাহত হননি।

ঢামেক হাসপাতালের ভারপ্রাপ্ত উপ-পরিচালক ডা. আশরাফুল আলম জানান, সকালে ইউরোলোজি বিভাগের বারান্দায় ডাক্তারের একটি রুমে আগুন লেগেছিল। তবে তাৎক্ষণিকভাবে স্টাফরাই আগুন নিভিয়ে ফেলেছেন। কেউ হতাহত হননি। আগুনের সূত্রপাত সম্পর্কে জানার চেষ্টা চলছে। আগুন লাগার কারণ জানার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ওয়ার্ডের দায়িত্বরত এক সিনিয়র স্টাফ জানান, রুমটিতে ডা. টুটুল ও ডা. কল্লোল নামে দুই মেডিকেল অফিসার ডিউটি করেন। সকালে রুমটি বাইরে থেকে তালাবদ্ধ ছিল। রুমের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখে ওই ডাক্তারদের ফোন দেওয়া হয়। সঙ্গে সঙ্গে তারা এসে রুমের দরজা খুলে দিলে অগ্নিনির্বাপণ যন্ত্র দিয়ে আগুন নিভিয়ে ফেলা হয়।