
নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বপন নামের এক যুবককে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। বুধবার রাতে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে শাহবাগ থানার ওসি (তদন্ত) জাফর আলী বিশ্বাস রাইজিংবিডিকে বলেন, ‘নারী নির্যাতনের অভিযোগে ঢামেক হাসপাতাল থেকে এক যুবককে আটক করা হয়েছে।’
ঢামেক সূত্রে জানা গেছে, স্বপন বাকপ্রতিবন্ধী ওই নারীকে বাইরে থেকে হাসপাতালের পুরনো ভবনে আনে। পরে নিচে বাথরুমে নিয়ে তার ওপর নির্যাতন চালায়। সে সময় আনসার সদস্যরা এসে ওই যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।