নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের নোয়াগাঁও পাতারটেকের একটি বাড়িতে জঙ্গিবিরোধী অভিযানকালে গুলিবিদ্ধ সোয়াত টিমের সদস্য আব্দুল হান্নানকে (২৭) ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত পাতারটেকের ওই বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানকালে জঙ্গিদের সঙ্গে গুলিবিনিময়ের সময় গুলিবিদ্ধ হন আব্দুল হান্নান। রাত সাড়ে ৮টার দিকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। ঢামেক পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক বাচ্চু মিয়া চিকিৎসকদের বরাত দিয়ে জানান, আব্দুল হান্নানের বাম হাতে গুলি লেগেছ। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।