নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বিভিন্ন জায়গায় থেকে অব্যবহৃত হুইল চেয়ার সংগ্রহ করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে বিতরণ করেছে হোপ বাংলাদেশ ফাউন্ডেশন নামের একটি সংগঠন।
রোববার দুপুরে সংগঠনের পক্ষ থেকে ১১টি হুইল চেয়ার ঢামেক হাসপাতালের উপ-পরিচালক খাজা আবদুল গফুরের হাতে তুলে দেন। এ সময় হোপ বাংলাদেশের সদস্যরা ও হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
খাজা আবদুল গফুর বলেন, হাসপাতালে এসব হুইল চেয়ার আসায় রোগীরা বেশি উপকৃত হবেন। জরুরি বিভাগসহ বিভিন্ন ওয়ার্ডে এসব হুইল চেয়ার দেওয়া হবে বলে জানান তিনি।
হোপ বাংলাদেশের উদ্যোক্তা সাইফুল আলম জানান, গত ১৮ ডিসেম্বর থেকে ফেসবুকে একটি ইভেন্ট খুলে ১১টি চেয়ার সংগ্রহ করা হয়।
তিনি বলেন, আমরা বিভিন্ন সময় রোগী নিয়ে এ হাসপাতালে এসেছি। তখন দেখেছি, হাসপাতালের ভেতরে রোগী আনা-নেওয়ার জন্য পর্যাপ্ত হুইল চেয়ার নেই। এ জন্য আমরা এ উদ্যোগ গ্রহণ করেছি।