ঢেলনা মাদ্রাসা প্রিন্সিপালের নির্দেশ পালন করতে গিয়ে ৫দিন পর ভেসে উঠল মাদ্রাসা ছাত্রের মৃতদেহ

এস.এম.নাহিদ;ফারুক (বিশেষ প্রতিনিধি) ঃ সাঁতার না জানা সত্ত্বেও মাদ্রাসা প্রিন্সিপালের নির্দেশে বালুনদী থেকে বাঁশ তুলতে গিয়ে নিঁেখাজের ৫দিন পরে মাদ্রাসার পাশেই ভেসে উঠল ঢেলনা মাদ্রাসার ছাত্র ইয়াসিন সানি (১৪) নামের এতিম এক কিশোরের।

সরেজমিনে অনুসন্ধানে জানা যায় – রাজধানীর খিলক্ষেত থানার অর্ন্তগত ডুমনী ইউনিয়নের ২নং ওয়ার্ড এ অবস্থিত জামিয়াতু বদর আল আরাবিয়া আল ইসলামিয়া কওমি মাদ্রাসা ও এতিমখানা। হাফেজ মাওঃ মুফতি মোঃ এমরান এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক। হিফজুল কোরআন বিভাগ এবং নুরানী মক্তব বিভাগের শিক্ষা দেওয়া হয় এখানকার শিক্ষার্থীদের। গত ১৯/০৭/২০১৭ইং তারিখে মাদ্রাসার পরিচালকের নির্দেশে নিকটস্থ বালুনদী থেকে বাঁশ তোলার জন্য মাদ্রাসার ছাত্ররা নদীতে নেমে প্রিন্সিপালের নির্দেশ মোতাবেগ বাঁশ ওঠানোর কাজে ব্যস্ত থাকে। অনেক ছাত্রদের মাঝেও ইয়াসিন সানিকেও যেতে বাধ্য করে। সকাল ১১টার সময় মাদ্রাসার সকল ছাত্ররা ফিরে আসলেও ইয়াসিন সানির কোন সন্ধান পাওয়া যাচ্ছে না মর্মে বড় ভাই সজিব প্রিন্সিপাল এমরান কে জিজ্ঞাসা করায় তিনি বলেন হয়তো বাড়ী চলে গিয়েছে। বিষয়টি সন্দেহজনক মনে হলে নিহতের ভাই সজিব খিলক্ষেত থানাতে একটি সাধারন ডাইরী করার কথা মাদ্রাসা পরিচালক এমরানকে বললে তিনি বলেন থানাতে জিডি করলে মাদ্রাসার ভাবমুর্তি খুন্ন হবে। সন্দেহের মাত্রা আরও ঘনিভুত হওয়ায় গত ২২/০৭/২০১৭ইং তারিখে নিহতের বড় ভাই রাজিব খিলক্ষেত থানায় একটি সাধারন ডায়েরী করেন। ডায়েরী নং-১২০৬। এদিকে ইয়াসিন সানির নিঁেখাজের ৫ দিন পর অর্থাৎ গত ২৩/০৭/২০১৭ইং তারিখ সকালে মাদ্রাসার পাশে ইয়াসিন সানির মৃত দেহ দেখতে পেয়ে এলাকাবাসী থানা পুলিশকে বিষয়টি অবগত করলে, থানা পুলিশ লাশ উদ্ধার করে। এ ব্যাপারে খিলক্ষেত থানাতে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়। মামলা নং- ০২। পরবর্তিতে মরদেহটি ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হয় এবং ময়না তদন্ত শেষে ২৪/০৭/২০১৭ইং তারিখে নিহতের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। হতভাগা ইয়াসিন সানির মরদেহটি আব্দুল্লাপুর ফায়দাবাদ এলাকায় নিজ বাড়ীতে পৌছালে পরিবার ও এলাকাবাসীর কান্নার রোলে আকাশ বাতাশ ভারী হয়ে উঠে। পরে মাগরিবের নামাজের পর স্থানীয় নুর জামে মসজিদে নামাজের জানাজা শেষে ফায়দাবাদ গন কবরস্থানে হতভাগা ইয়াসিন সানিকে দাফন করা হয়।

এদিকে স্থানীয় সূত্রে জানা যায় – ঢেলনা এই কাওমি মাদ্রাসাটি মূলত বৈদেশীক অনুদানে পরিচালিত হয়। এখানে এতিম ছাত্রদের বিনামূল্যে পড়ার কথা থাকলেও প্রতিটি ছাত্রের কাছ থেকে শুধুমাত্র ভর্তি বাবদ নুন্যতম ১০০০/- টাকা নেওয়া হয়। তাছাড়া মাদ্রাসার কিছু কিছু শিক্ষকরা এতিম বাচ্চাদের উপর প্রায়ই শারীরিক নির্যাতন করে বলে স্থানীয় সূত্রে জানা যায়। নিহতের পরিবারের অভিযোগ ও সন্দেহ নদী থেকে থানা পুলিশ যখন মরদেহ উদ্ধার করে তখন তার শরীরে এবং দুই পায়েই অসংখ্য আঘাতের চিহ্ন দেখতে পাওয়া যায়। এমনকি জিব্বা পর্যন্ত বের হওয়া ছিল। তাই ইয়াসিন সানিকে প্রিন্সিপাল ইমরানের নির্দেশেই পরিকল্পিত ভাবে হত্যা করা হয়ে থাকতে পারে। স্বজনদের অভিযোগ যদি ময়না তদন্ত রিপোর্টে আঘাতের কোন চিহ্ন ধরা না পরলেও সাঁতার না জানা সত্তেও জোর পুর্বক বালুনদী থেকে বাঁশ নিয়ে আনার নির্দেশ দাতা হাফেজ মাওঃ মুফতি মোঃ এমরান আমাদের ভাইএর একমাত্র খুনি। তাই ভাইয়ের খুনির শাস্তির দাবীতে আমাদের যা যা করনীয় আমরা তা করবো।