
মোঃ আসাদুল ইসলাম আসাদ, ভোলা : ভোলার তজুমদ্দিনে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের মাঝে নগদ অর্থ ও টিন বিতরণ করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। বৃহস্পতিবার তজুমদ্দিনের শিবপুর খাসেরহাট বাজারে ক্ষতিগ্রস্থ ২৩ জন ব্যবসায়ী ও ঘর মালিকসহ প্রত্যেককে নগদ ১১ হাজার টাকা ও ২ বান্ডিল ঢেউ টিন বিতরণ করেন। এসময় শিবপুর খাসেরহাট বাজারে অগ্নিকান্ড ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এমপি নূরুন্নবী চৌধুরী শাওন বলেন, লালমোহন-তজুমদ্দিনে ২৩ বছর মেজর হাফিজ এমপি থাকলেও তজুমদ্দিনে ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ করতে পারেননি। অথচ আমি নির্বাচিত হওয়ার পর পরই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তায় তজুমদ্দিনে একটি ২য় শ্রেণীর ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের ব্যবস্থা করি। এতে গত ২০ মার্চ শিবপুর খাসেরহাট বাজারে যে ভয়াবহ অগ্নিকান্ড ঘটেছে তাতে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কম হয়েছে। অগ্নিকান্ডের খবর শুনে আমি ব্যক্তিগত তহবিল থেকে তাৎক্ষণিক প্রত্যেককে নগদ ৫ হাজার টাকা করে প্রদান করি।
এসময় তজুমদ্দিন উপজেলা চেয়ারম্যান অহিদউল্যাহ জসিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা জালাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সম্পাদক ফজলুল হক দেওয়ান, যুবলীগ সভাপতি শহিদুল্লাহ কিরন, সম্পাদক আব্দুর রহমান, ছাত্রলীগ সভাপতি আমিন মহাজন, সম্পাদক রাসেল প্রমূখ।