তজুমদ্দিনে বসত ঘরে হামলা॥ নারীসহ আহত -৩

ভোলা প্রতিনিধি॥ ভোলার তজুমদ্দিনে বসত ঘরে হামলা চালিয়ে নারীসহ     তিন জনকে পিটিয়ে আহত  করার অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সুত্রে জানাগেছে, গত ২৩ মে রাত আনুমানিক ১১ টার সময় উপজেলার চাচঁড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড রাজা মিয়াগো বাড়ির কবিরের ছেলে মোঃ শাহে আলমের বসত ঘরে হামলা চালিয়ে মুল্যবান আসবাপত্র ভাংচুর, মোবাইল ফোন,  নগদ টাকা ছিনিয়ে নিয়ে নারীসহ নুরুল ইসলাম, ফিরোজ তিন জনকে পিটিয়ে আহত করেছে একই এলাকার শাহে আলম ফরাজী(৪৫),আজাদ মেম্বার (৪২),মনজু (৩৫), ভুট্টু (৩০),তছিক (২৫), রুবেল(৩০) সহ প্রায় ৫০-৬০ জন মিলে এই হামলা চালায় বলে অভিযোগ করেন ভুক্তভোগি শাহে আলম। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে তজুমদ্দিন স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে।
শাহে আলম আরো জানায়, আলম ফরাজী দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন প্রকার অনিয়ম করে আসলেও তার ভয়ে কেউ মুল খোলার সাহস পাচ্ছেনা । ঘটনারদিন   শাহে আলম ফরাজী সহ কয়েক জন     মিলে   নুরুল ইসলাম  কে পিটিয়ে আহত করে। আমি  তাদেরকে বাধা দিতে গেলে তারা পরিকল্পতভাবে আমার হামলা চালায়।
এ ব্যাপারে অভিযুক্ত শাহে আলম ফরাজীর কাছে জানতে চাইলে তিনি শাহে আলমের বসত ঘরে প্রবেশের বিষয়টি স্বীকার করলেও হামলার ব্যাপারে অস্বীকার করেন।
ইউপি সদস্য  মোঃ মাসুদ জানান, বিষয়টি আমি শুনার পর ঘটনা স্থানে এসেছি। যারা এই হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হোক এইটা আমিও চাই।
ইউপি চেয়ারম্যান মোঃ রিয়াদ হোসেন হান্নান জানান, তারা তাদের ঘর নিজেরা ভাংচুর করে সাজানো নাটক সাজিয়ে আমাকে জড়ানোর চেষ্ঠা করছে।