মীর ওসমান-তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি: খেলাধুলায় বাড়ে বল,মাদক ছেড়ে খেলতে চল”এই প্রতিপাদ্যকে ধারন করে ভোলার তজুমদ্দিনে মেজর হাফিজ উদ্দিন আহমেদ গোল্ডকাপ নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪/২০২৫ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৫ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টায় চাঁদপুর ইউনিয়ন দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক বশির হাওলাদার সভাপতিত্বে চাঁদপুর ইউনিয়ন দক্ষিণ ছাত্রদল ও মহাজন ক্রিয়া পরিষদ আয়োজনে তজুমদ্দিন উপজেলার কালিবাজার সংলগ্ন মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন তজুমদ্দিন প্রেস ক্লাবের আহবায়ক ফখরে আজম পলাশ।
প্রধান অতিথির বক্তব্যে ফখরে আজম পলাশ বলেন,দেশের নতুন প্রজন্মকে মাদক ও অন্যান্য অসামাজিক কাজ থেকে বিরত রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই, সুন্দর সমাজ গড়তে ও বিভিন্ন সামাজিক কাজ করতে তরুণদের এগিয়ে আসতে হবে। এতে সকল প্রকার সহযোগীতার আশ্বাস দেন তিনি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,তজুমদ্দিন প্রেস ক্লাবের যুগ্ম আহবায়ক ও ক্রীড়া সংস্থার সদস্য এম এ হালিম,
তজুমদ্দিন উপজেলা যুবদল নেতা ও ক্রিয়াসংস্থা সদস্য জাবেদ হোসহেন দীপু, তজুমদ্দিন উপজেলা ছাত্র দলের যুগ্ন আহবায়ক মোঃ হুমায়ুন, শাহীন আলম অভি, শাহরিয়ার সেজান, মো: সোহেল সহ তজুমদ্দিন কলেজ ছাত্র দলের আহবায়ক মো: রাছেল, যুগ্ন আহবায়ক মো: সজীব,মাহদী হাসান প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন, তজুমদ্দিন প্রেসক্লাবের সদস্য এবং নাগরিক টিভির প্রতিনিধি মোঃ সাকিব, বাংলাদেশ টাইমস তজুমদ্দিন প্রতিনিধির সাংবাদিক রাজু মাহমুদ