মানিকগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ বাহাউদ্দিন নূর ইসলাম-এর বিরুদ্ধে দীর্ঘ চার বছর ধরে একই স্থানে অবস্থান করে হাসপাতালকে নিজের প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, দুর্নীতি এবং পছন্দের ঠিকাদারদের কাজ পাইয়ে দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে।
এই দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে গত ২০ নভেম্বর ২০২৫, রোজ বৃহস্পতিবার স্বাস্থ্য উপদেষ্টা, জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং সিভিল সার্জনের কাছে অভিযোগ দায়ের করেছেন ‘বিজনেস ফাইল’ পত্রিকার সংবাদকর্মী বজলুর রহমান।
অভিযোগের সত্যতা জানতে ওই একই দিনে (২০ নভেম্বর ২০২৫) ‘ক্রাইম পেট্রোল বিডি’-এর সংবাদদাতা আসাদুজ্জামান মানিকগঞ্জ সদর হাসপাতালে যান। অভিযোগ রয়েছে, তথ্য সংগ্রহের সময় তিনি হাসপাতালের প্রধান ফটকের ডান পাশের এক দোকানদারের বাধার মুখে পড়েন। অভিযোগকারী সাংবাদিকের মতে, এই দোকানদার হাসপাতালের তত্ত্বাবধায়কের ‘পালিত মাস্তান ও দালাল’ হিসেবে পরিচিত।
সাংবাদিক আসাদুজ্জামান যখন তত্ত্বাবধায়কের সঙ্গে দেখা করার চেষ্টা করছিলেন, তখন দোকানদারটি মারমুখী আচরণ করে এবং তাৎক্ষণিকভাবে তার মুঠোফোন বের করে ভিডিও ধারণ শুরু করে। ভিডিও করার সময় ওই দোকানদার দাবি করেন যে সাংবাদিকরা তার কাছে বিপুল অঙ্কের চাঁদা চেয়েছেন। তবে, তিনি চাঁদা চাওয়ার কোনো প্রমাণ দেখাতে পারেননি। কথিত এই দালালদের বাধার মুখে সংবাদদাতা আসাদুজ্জামান তত্ত্বাবধায়ক ডা. বাহাউদ্দিনের সঙ্গে দেখা করার কোনো সুযোগ পাননি। ফুটপাতে দোকান করা ও সাংবাদিককে ভিডিও ভাইরাল করার চেষ্টা করা এই ব্যক্তির নাম রাজিব (২৮), যিনি সিরাজের ছেলে বলে জানা যায়।

ডা. মোহাম্মদ বাহাউদ্দিন নূর ইসলামের বিরুদ্ধে এর আগেও একাধিকবার গুরুতর অভিযোগ প্রকাশিত হয়েছে। দৈনিক যায়যায়দিন গত ২৪ আগস্ট ২০২৫ তারিখে “পছন্দের ঠিকাদারদেরকে কাজ পাইয়ে দিতে শর্তে দরপত্র আহ্বান তত্ত্বাবধায়কের” শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে।
এছাড়াও, চলতি বছরের নভেম্বর মাসে একাধিক গণমাধ্যম তত্ত্বাবধায়কের বিরুদ্ধে সাংবাদিকদের হয়রানি ও মিথ্যা মামলা দায়েরের অভিযোগ সামনে আনে। দৈনিক সরেজমিন, জনতার নিউজ, দৈনিক বর্তমান কথা, সারাবেলা, দৈনিক সংবাদের কথা এবং প্রিয় আলো পত্রিকাগুলো ১২ থেকে ১৪ নভেম্বর ২০২৫ তারিখের মধ্যে প্রায় একই ধরনের শিরোনাম করে: “মানিকগঞ্জ সদর হাসপাতাল তত্ত্বাবধায়কের ষড়যন্ত্রে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ।” ‘সারাবেলা’ স্পষ্ট করে উল্লেখ করে: “ডা: বাহাউদ্দিনের দুর্নীতি নিউজ করতে যাওয়ায় সাংবাদিকের বিরুদ্ধে মামলা।”
অতিরিক্ত হিসাবে, আজকের পত্রিকা ৩১ আগস্ট ২০২৪ তারিখে “মানিকগঞ্জ সদর হাসপাতালে ২৬ দিন ধরে অনুপস্থিত তত্ত্বাবধায়ক ও ৩ সিনিয়র নার্স” শিরোনামে এবং জুমবাংলা ডট কম ১৯ আগস্ট ২০২৪ তারিখে “হাসিনার পতনের পর থেকেই পলাতক রয়েছেন মানিকগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক” শিরোনামে তার অনুপস্থিতি ও কর্মস্থলে থাকার বিষয়ে প্রশ্ন তোলে।
এতগুলো গণমাধ্যমের সংবাদ প্রকাশের পরেও তত্ত্বাবধায়ক ডা. বাহাউদ্দিন বহাল তবিয়তে রয়েছেন এবং উল্টো সাংবাদিকের বিরুদ্ধে চুরির মামলা দায়ের করেছেন।
এলাকাবাসীর দাবি, ডা. মোহাম্মদ বাহাউদ্দিন দীর্ঘ ৪ বছর ধরে মানিকগঞ্জ সদর হাসপাতালে কর্মরত আছেন। বিগত আওয়ামী সরকারের আমলে তিনি তৎকালীন স্বাস্থ্যমন্ত্রীর স্নেহ ও আস্থাভাজন থাকার কথা বলে এলাকায় প্রভাব বিস্তার করেন। ২৫০ শয্যা বিশিষ্ট এই হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ বাহাউদ্দিন নূর ইসলাম উত্তর শাজাহানপুরের বাসিন্দা বলে দাবি করা হয়।
অনুসন্ধান চলমান………………


