নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে তত্ত্বাবধায়ক বা নির্বাচনকালীন সরকার আর কখনো আসবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে জেল হত্যা দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মোহাম্মদ নাসিম বলেন, একজন বিএনপি নেতা সরকারকে আমেরিকার কাছ থেকে শিক্ষা নিতে বলেছেন। আমি বলব, আপনারাও তাদের কাছ থেকে শিক্ষা নিন। নির্বাচনের জন্য প্রস্তুত হোন। নির্বাচন হবে সংবিধান অনুযায়ী।
তিনি বলেন, আমেরিকায় ওবামা নিজে হিলারির পক্ষে প্রকাশ্যে কাজ করেছেন। ট্রাম্প যেভাবে ওবামা সরকারের অধীনে নির্বাচন করে জয়লাভ করেছেন আপনারাও এই সরকারের অধীনে নির্বাচনে অংশ নিন। জনগণ চাইলে আপনারা সরকার গঠন করুন।
নাসিম বলেন, আমেরিকার নির্বাচন এই নিয়মে হতে পারলে আমাদের দেশে কেন হবে না, আপনারা বলুন। কিসের তত্ত্বাবধায়ক সরকার, কিসের নির্বাচনকালীন সরকার? ওটা মারা গেছে। সেটা আর কখনো ফিরে আসবে না।
সভায় পঁচাত্তরের খুনিদের ক্ষমতায় আর আসতে দেওয়া হবে না জানিয়ে নাসিম বলেন, এই খুনিরা বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার বিচার হতে দেয়নি। আইন করে বিচারের পথ বন্ধ করে দিয়েছিল। বাংলাদেশে আর যাই হোক এই খুনিদের ক্ষমতায় আসতে দেওয়া হবে না। অনেক কষ্ট, শ্রম, মেধা দিয়ে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
বিএনপির আন্দোলনের কথা তুলে ধরে নাসিম বলেন, আপনাদের সাহস থাকলে সমাবেশ করুন। প্রয়োজনে পুলিশের ব্যারিকেড ভেঙে করুন। জনগণ আমাদের সঙ্গে ছিল বলে মার খেয়ে, বৃষ্টিতে ভিজে আমরা সভা-সমাবেশ, মিটিং করেছি। দু-একটা ছাড়া আপনারাও আমাদের সভা-সমাবেশ করতে দেননি, তবুও আমরা করেছি।
বঙ্গবন্ধু পরিষদের সভাপতি এসএ মালেকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন গাজীপুরের সংসদ সদস্য সিমিন হোসেন রিমি।