
নিজস্ব প্রতিবেদক : তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা মামলায় আসাদুজ্জামান নূর ওরফে আসাদ নূর নামে এক ব্লগারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যার পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নূরকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, নূরের বিরুদ্ধে গত ১১ জানুয়ারি বরগুনার আমতলী থানায় তথ্যপ্রযুক্তি আইনে একটি মামলা (নম্বর ১৪) দায়ের করা হয়। মামলার বাদী ইসলামী আন্দোলন বাংলাদেশের আমতলী শাখার সভাপতি মুফতি ওমর ফারুক।
মামলায় অভিযোগ করা হয়, নূর মহানবী হজরত মুহম্মদের (সা.) বিরুদ্ধে কটূক্তি করেছেন আসাদ নূর। এ মামলায় নূরের এক সহযোগী লিমন ফকিরকেও আসামি করা হয়েছে।