জঙ্গিদের তথ্য গোপন করার অভিযোগে পাইকপাড়ার বাড়ির মালিক নূরুদ্দিন দেওয়ানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে জেলার পুলিশ সুপার মইনুল হক এ তথ্য জানান। তিনি বলেন, ভাড়াটিয়াদের যথাযথ তথ্য সংরক্ষণ না করায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
শনিবার নারায়ণগঞ্জের পাইকপাড়ায় জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে তামিম চৌধুরী ও তার দুই সহযোগী নিহত হন।
পুলিশ সুপার বলেন, ‘জঙ্গিরা নারায়ণগঞ্জে অবস্থানরত বিদেশিদের ওপর হামলার পরিকল্পনা করছিল। তিন জঙ্গির মধ্যে দুজন ওষুধ কোম্পানি একমিতে চাকরির পরিচয় দিয়ে বাড়ি ভাড়া নেয়। এ সময় তারা একটি আইডি কার্ডের ফটোকপি দিয়েছিল। ওই আইডি কার্ড পরীক্ষা করে দেখা হচ্ছে। এ ঘটনায় সদর থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।’