তথ্য না দেওয়ায় প্রধান শিক্ষক আবুল হোসেনকে পাঁচ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক : তথ্য অধিকার আইনে প্রার্থিত তথ্য না দেওয়ায় বরগুনার ১৪ নং পূর্ব গুদিঘাটা নূরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেনকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে তথ্য কমিশন।

বুধবার রাজধানীর আগারগাঁওয়ে তথ্য কমিশন কার্যালয়ে এক শুনানি শেষে এ জরিমানা করে তথ্য কমিশন।

শুনানিতে অংশ নেন প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. মো. গোলাম রহমান এবং তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার ও তথ্য কমিশনার অধ্যাপিকা ড. খুরশীদা বেগম সাঈদ।

২০০৭ থেকে ২০১৬ সাল পর্যন্ত গুদিঘাটা নূরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তি ও ম্যানেজিং কমিটি সংক্রান্ত অন্যান্য তথ্য জানতে চেয়ে বরগুনা সদরের সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে আবেদন করেছিলেন আবুল হাসান বেল্লাল। শিক্ষা অফিসার আবেদনকারীকে তথ্য প্রদানের জন্য প্রধান শিক্ষককে নির্দেশ দেন। কিন্তু নির্ধারিত সময় পার হলেও আবেদনকারীকে তথ্য না দেওয়ায় পরবর্তী সময়ে কৈফিয়ত তলব করা হয় এবং তথ্য প্রদানের জন্য পুনরায় নির্দেশ দেওয়া হয়। তথ্য না পেয়ে এরপর আবেদনকারী আপিল করেন। আপিল করেও তথ্য না পেয়ে তথ্য কমিশনে অভিযোগ দায়ের করেন। বুধবার উভয় পক্ষের উপস্থিতিতে শুনানিতে এই জরিমানা করা হয়।

তথ্য কমিশন বুধবার ৯টি অভিযোগের শুনানি করে এবং ৭টি অভিযোগের নিষ্পত্তি করে। ২টি অভিযোগের পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়।