
মোঃ লিমন সরদার, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: বরিশালের গৌরনদীতে তদন্ত ছাড়াই এক সাংবাদিককে মিথ্যা মামলায় আসামি করায় স্থানীয় সাংবাদিক সমাজসহ বিভিন্ন সংগঠনের মধ্যে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে।
জানা যায়, উপজেলার কটকস্থল এলাকায় ডিক্রিকৃত ও বিরোধপূর্ণ জমিতে প্রতিষ্ঠিত ‘আরিফ ফিলিং স্টেশন’ নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে গেলে গৌরনদী প্রেসক্লাবের সদস্য ও দৈনিক খোলাকাগজ এবং সময়ের কণ্ঠস্বরের প্রতিনিধি মোল্লা ফারুক হাসানকে চাঁদাবাজির মামলায় আসামি করা হয়। তবে অভিযোগের তদন্ত ছাড়াই সাংবাদিককে মামলায় জড়ানোয় ব্যাপক প্রশ্নের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী সাংবাদিক মোল্লা ফারুক বলেন, “ঘটনাস্থলে শুধু বাঁশের বেড়া দেওয়া হয়েছিল, কোনো ভাঙচুর বা বিশৃঙ্খলা হয়নি। অথচ সিসি ক্যামেরা থাকার পরও আমাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে। এটি সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত।
এ ঘটনায় গৌরনদী প্রেসক্লাব, বাংলাদেশ গ্রামীণ সাংবাদিক সংগঠন, মফস্বল সাংবাদিক ফোরামসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বলেন, সত্য প্রকাশে অগ্রণী ভূমিকা রাখা এক সংবাদকর্মীকে হয়রানির উদ্দেশ্যে এ মামলা দায়ের করা হয়েছে। সাংবাদিকদের কণ্ঠরোধের অপচেষ্টা কখনোই সফল হবে না।
তদন্ত ছাড়াই সাংবাদিককে আসামি করে পুলিশের দায়িত্বহীনতা ও পক্ষপাতমূলক আচরণের তীব্র নিন্দা জানিয়েছে স্থানীয় সাংবাদিক সমাজ। তারা বলছেন, এ ধরনের অনিয়ম জনগণের পুলিশের প্রতি আস্থা নষ্ট করছে এবং ন্যায়বিচারের পথে অন্তরায় সৃষ্টি করছে।
এ বিষয়ে গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান, “মামলা হয়েছে, তবে তদন্তে অভিযোগ প্রমাণিত না হলে সমস্যা হবে না।
তবে মামলার বাদী হারুন অর রশিদ বেপারীর বক্তব্য নেওয়ার জন্য তার ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার ফোন করা হলেও তা বন্ধ পাওয়া গেছে। ফলে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।