নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর বাড্ডায় গারো তরুণীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার সালাউদ্দিন মিনাকে একদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
শনিবার শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম গোলাম নবী রিমান্ডের আদেশ দেন।
শনিবার দুপুরে সালাউদ্দিনকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপ-পরিদর্শক একরামুল হাসান।
শুক্রবার রাতে বাড্ডা এলাকা থেকে সালাহউদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ। ওই তরুণী উত্তর বাড্ডার একটি বিউটি পার্লারে চাকরি করেন।
ভুক্তভোগীর স্বজনরা অভিযোগ করেছেন, ২৬ অক্টোবর রাতে উত্তর বাড্ডার পার্লার থেকে বাসায় ফিরছিলেন ওই তরুণী। এ সময় কয়েকজন মিলে তাকে জোর করে উত্তর বাড্ডার পুরনো থানা রোডের একটি বাসায় নিয়ে যায় এবং পালাক্রমে ধর্ষণ করে। লোকলজ্জায় প্রথমে ওই তরুণী কাউকে জানাতে চাননি। পরে শুক্রবার বাড্ডা থানায় অভিযোগ করা হয়।
উল্লেখ্য, গত বছরের মাঝামাঝি সময়ে রাজধানীর কুড়িল এলাকায় মাইক্রোবাসে তুলে নিয়ে এক গারো তরুণীকে ধর্ষণ করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার থানায় মামলা করলেও এখনো দোষীদের বিচার হয়নি। ওই তরুণী একটি শপিংমলে চাকরি করতেন।