তল্লাশি চালিয়ে কিছুই পায়নি পুলিশ

জ্যেষ্ঠ প্রতিবেদক : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান রাজনৈতিক কার্যালয়ে তল্লাশি চালিয়ে কিছুই পায়নি পুলিশ।

বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, অভিযানে পুলিশের প্রাপ্তি শূন্য। অর্থাৎ তারা কিছুই পায়নি। পুলিশও এটি স্বীকার করেছে।

অভিযানে পুলিশ কিছু পায়নি জানিয়ে বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, ‘এই অভিযানের পর পুলিশ বলেছে অভিযানে তাদের প্রাপ্তি শূন্য। বিএনপি চেয়ারপারসনের প্রধান নিরাপত্তা কর্মকর্তা কর্নেল (অব.) তৌহিদের কাছে তারা এ বিষয়ে বলেছে। আমিও সেখানে ছিলাম।’

‘রাষ্ট্রবিরোধী ও আইনশৃঙ্খলা পরিপন্থি নাশকতা সামগ্রীর খোঁজে’ পুলিশ খালেদা জিয়ার কার্যালয়ে অভিযানের মাধ্যমে অফিসটি ‘তছনছ করেছে’ বলে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও বিএনপি সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৭টার কিছু আগে আকস্মিকভাবে গুলশান কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। ৭টার কিছু পরে গুলশান জোনের ডিসি মোস্তাক আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল খালেদা জিয়ার কার্যালয়ে তল্লাশি চালায়।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে পুলিশি অভিযানের প্রতিবাদে কার্যালয়টির সামনে বিক্ষোভ মিছিল করেছে দলের নেতা-কর্মীরা।

কার্যালয়ে রাষ্ট্রবিরোধী তথ্য আছে বলে এক ওয়ারেন্টের ভিত্তিতে অভিযান চালানো হয় বলে জানান গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক।

যে জিডির পরিপ্রেক্ষিতে অভিযান চালানো হয়েছে এতে বলা আছে, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, গুলশান থানাধীন রোড-৮৬, বাড়ি-০৬-এ এবং এর আশপাশ এলাকায় রাষ্ট্রবিরোধী ও আইনশৃঙ্খলা পরিপন্থি এবং রাষ্ট্রের শৃঙ্খলা বিনষ্টসহ নাশকতামূলক কর্মকাণ্ডে সাধারণ জনগোষ্ঠীকে অংশগ্রহণের আহ্বানমূলক বিভিন্ন বক্তব্য সম্বলিত বিপুল পরিমাণ রাষ্ট্রীয় নাশকতা সৃষ্টির সামগ্রী আছে।’

বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, অভিযানের সময়ে পুরো কার্যালয়ের কাগজপত্র তছনছ করা হয়েছে। পুলিশ অনুমতি ছাড়াই কার্যালয়ে প্রধান ফটকের তালা ভেঙে কার্যালয়ে প্রবেশ করে। অফিসের ভেতরে থাকা ক্লোজড সার্কিট ক্যামেরা (সিসি টিভি) ভেঙে ফেলা হয়েছে।

অভিযানের পরপরই কার্যালয়ে দলের উচ্চ পর্যায়ের নেতা থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের নেতা ও কর্মীরা আসতে শুরু করেন। তারা কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন।

অভিযানের পর কার্যালয়ে আসেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহ প্রিন্স, শামা ওবায়েদ, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফাহিমা নাসরিন মুন্নী, জাসাস সহ সভাপতি শায়রুল কবির খান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আবদুল কাদের ভুইয়া জুয়েল, যুবদলের সভাপতি সাইফুল ইসলাম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস।