ক্রীড়া প্রতিবেদক : অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকির সেমিফাইনালে চাইনিজ তাইপেকে হারিয়েছে বাংলাদেশ। ফাইনালে উঠার পথে তাইপেকে ৬-১ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ দল।
আগামীকাল শিরোপা নির্ধারণী লড়াইয়ে মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে মাঠে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ দল। ওই ম্যাচে প্রতিপক্ষ হিসেবে পাবে এশিয়া হকির দুই পরাশক্তি ভারত ও পাকিস্তানের যে কোনো এক দলকে। আজ বিকেলেই ফাইনালের টিকিট পেতে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান।
চাইনিজ তাইপের বিপক্ষে বড় ব্যবধানের জয়ে আজ বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ গোল পেয়েছেন আশরাফুল। এর ফলে টুর্নামেন্টে তার মোট গোল সংখ্যা হলো ১০টি। পেনাল্টি থেকে আজকের ম্যাচের ১১ মিনিটে তাইপের বিপক্ষে প্রথম গোল করেন তিনি। রাজুর স্টিকে ম্যাচের ২৮ মিনিটে বাংলাদেশের ব্যবধান ২-০ হয়।
তবে ম্যাচের ৪০ মিনিটের সময় একটি গোল শোধ দেয় তাইপে। এরপর ম্যাচের ৪৫ ও ৫৫ মিনিটে আরো দুটি গোলে বাংলাদেশকে এগিয়ে দেন আশরাফুল। ম্যাচের ৬৩ মিনিটে তাইপের জালে শেষ গোলটি করেন রাব্বি।
তবে এর আগে ম্যাচের ৫৯ মিনিটে দলের পঞ্চম গোলটি আসে সজীবের স্টিক থেকে। শেষপর্যন্ত ৬-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে আশরাফুল-রাব্বিরা।