তাজ মঞ্জিলের মালিকসহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নিজস্ব প্রতিবেদক : পুলিশের কাজে বাধা দেওয়া ও তথ্য গোপনের অভিযোগে কল্যাণপুরের তাজ মঞ্জিলের মালিক হাজী মো. আতাহার উদ্দিনসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।

গত ২৩ নভেম্বর মামলার অভিযোগপত্র দাখিল করা হলেও মঙ্গলবার তা জানা গেছে। মিরপুর থানার আদালতের জিআর শাখার উপ-পরিদর্শক আলতাব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সাজ্জাদ হোসেন। অভিযোপত্রভূক্ত আসামিরা হলেন- বাড়ির মালিকের স্ত্রী মমতাজ পারভীন, ছেলে মাজহারুল ইসলাম, তৌফিক, মমিন উদ্দিন ও জাকির হোসেন।

অভিযোগপত্রে আতাহার উদ্দিনকে পলাতক দেখিয়ে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা।

মামলার অভিযোগ থেকে জানা যায়, রাজধানীর কল্যাণপুরের ৫ নম্বর সড়কের তাজ মঞ্জিলে সন্ত্রাসী বা জঙ্গি আছে কিনা তা তল্লাশি করতে গত ২৬ জুলাই মিরপুরের উপ-পুলিশ কমিশনার নেতৃত্বে পুলিশ সদস্যরা সেখানে যায়। সে সময় বাড়ির দ্বিতীয় তলায় বিবাদী মমতাজ পারভীনসহ চারজন পুলিশের কাজে বাধা দেন।

ওই ঘটনায় ১ আগস্ট মমতাজ পারভীনসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক বজলার রহমান।

উল্লেখ্য, গত ২৬ জুলাই ভোর রাতে পুলিশ ওই বাড়ির পঞ্চম তলায় অভিযান চালায়। অভিযানে ৯ সন্দেহভাজন জঙ্গি মারা যায়। হাসান নামের একজনকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করে পুলিশ। পালিয়ে যায় একজন।