মোঃ আনোয়ার হোসেন সাগর, চলনবিল প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা প্রশাসন, আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী কমিটি এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার উদ্যোগে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী ও বেগম রোকেয়া দিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার (৯ ডিসেম্বর) এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালিটি তাড়াশ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ জাফর ইকবালের নেতৃত্বে অনুষ্ঠিত হয়।
এতে কলেজের শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী, ছাত্রী এবং বিভিন্ন শ্রেণি-পেশার জনসাধারণ অংশগ্রহণ করেন। র্যালিটি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। র্যালি শেষে দুর্নীতিবিরোধী একটি মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এরপর উপজেলা পরিষদের হলরুমে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ইউএনও সুইচিং মং মারমা । আলোচনা সভায় দুর্নীতির কুফল, নারীর ক্ষমতায়ন এবং সমাজে বেগম রোকেয়ার অবদান নিয়ে আলোচনা করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুস ছালাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আমিনুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মুসাব্বির হোসেন খান, চলনবিল বার্তার সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু এবং তাড়াশ রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারি মোঃ আব্দুল বারী খন্দকার।
আলোচনা সভার শেষে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য চারজন জয়িতা নারীকে সম্মাননা প্রদান করা হয়। তাদের এই সম্মাননা নারীর ক্ষমতায়নে আরও অনুপ্রেরণা যোগাবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।