আলহাজ আলী রনি: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় জমি ও বাড়ি লিখে না দেওয়ায় এক বাবাকে রড দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা করেছে দুই ছেলে—এমন অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় বর্তমানে তিনি তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
আহত ব্যক্তির নাম মো. আব্দুল রাজ্জাক (৫৫)। তিনি উপজেলার সগুনা ইউনিয়নের বিননা বাড়ি গ্রামের মৃত জকির উদ্দিনের ছেলে।
ঘটনাটি ঘটেছে গত ১১ নভেম্বর (মঙ্গলবার) রাত আনুমানিক ১১টার দিকে।
ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, আব্দুল রাজ্জাকের দুই ছেলে—মো. সরিদুল (৩৫) ও জরিপ (৩০)—বেশ কিছুদিন ধরে তাদের নামে জমি ও বাড়ি দলিল করে দেওয়ার জন্য বাবাকে চাপ দিচ্ছিলেন। এতে রাজ্জাক রাজি না হওয়ায় ওই রাতে কথা কাটাকাটির একপর্যায়ে দুই ছেলে রড দিয়ে এলোপাতাড়ি পেটাতে শুরু করে। এতে তিনি গুরুতর আহত হন। পরিবারের অভিযোগ, তারা বাবাকে হত্যারও চেষ্টা করে।
পরদিন সকালে (১২ নভেম্বর) আব্দুল রাজ্জাকের মেয়ে ও জামাই গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মতে, পারিবারিক ও সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের কারণেই এমন মর্মান্তিক ঘটনা ঘটছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত তাড়াশ থানায় কোনো মামলা দায়েরের খবর পাওয়া যায়নি।


