
আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের কট্টরপন্থি এক ইহুদি রাব্বি বলেছেন, সেনাবাহিনীতে ইসরায়েলি নারীরা প্রবেশ করে ইহুদি হিসেবে আর বের হয় অইহুদি হয়ে। তাদেরকে বিয়ে করবে কে?
বুধবার অধিকৃত পশ্চিম তীরের এলি বসতির প্রাক-সামরিক স্কুলের প্রধান ইগাল লেভিনস্টিন এ কথা বলেছেন।
ইসরায়েলের সেনাবাহিনীতে নারীদের নিয়োগ সমালোচনা করে লেভিনস্টিন বলেন, ‘তারা সেনাবাহিনীতে তাদেরকে (নারীদের) নিয়োগ দেয়, যেখানে তারা প্রবেশ করে ইহুদি হিসেবে। কিন্তু যখন তারা সেখান থেকে বের হয় তখন আর ইহুদি থাকে না। কেবল জিনগত বিবেচনায় নয়, বরং তাদের মূল্যবোধ, পছন্দ সবকিছুই বদলে যায় এবং আমরা এটা আর হতে দিতে পারি না।’
কট্টরপন্থি এই রাব্বি বলেন, ‘ আমি জানি না কে তাদের বিয়ে করবে। সে রাতে তার সন্তানদের যুদ্ধক্ষেত্রের গল্প শোনাবে। একেই তারা নতুন পরিবার বলছে, তাই না? দুই পিতা। এটা পাগলাগারদ, স্রেফ পাগলাগারদ।’
এদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী অ্যাভিগডর লিবারম্যান রাব্বি লেভিনস্টিনের এই মন্তব্যের সমালোচনা করে বলেছেন, ‘ রাব্বি লেভিনস্টিনের মন্তব্য কেবল ইসরায়েলিদের প্রতিই অবমাননাকর নয় বরং ইসরায়েলি সেনাবাহিনী, এর ঐতিহ্য ও ইসরায়েল রাষ্ট্রের সব মৌলিক মূল্যবোধের পরিপন্থি।’