
নিউজ ডেক্সঃ পালপাড়ার সক্ষম দম্পতিরা পরিবার পরিকল্পনা গ্রহনে ইচ্ছুক হলেও নিয়মিত ভাবে বিভাগীয় কর্মীদের সেবা না পাবার কারনে টাকা খরচ করে বাজার থেকে জন্ম নিয়ন্ত্রন সামগ্রী কিনে খেতে হয় বলে একাধিক মহিলা অভিযোগ করেন।
সকল অভাব-অভিযোগের মধ্যেও আসে বিভিন্ন তিথী ও পুজা-পার্বণ। তারা যথারীতি সে সব তিথী পালন করেন। করে থাকেন শারদীয় দূর্গোৎসব । গত বছর তারা অন্যের দান-দক্ষিণা এবং নিজেদের টাকায় মোট ৬০ হাজার টাকা খরচ করে দূর্গোৎসব পালন করেছেন। তাদের পাড়ার এক মাত্র কালি মন্দিরটির নাম ‘দঃ ছাটগোপালপুর কালি মন্দির’ মন্দিরের একটি কমিটি রয়েছে। রয়েছে একটি ব্যাংক এ্যাকাউন্ট। মন্দির কমিটীর সভাপতি রতন পাল বলেন যে, এ্যাকাউন্টে মাত্র ১হাজার টাকা জমা রয়েছে।
সরকারের কাছে তাদের দাবিঃ কুটির শিল্প খাতে তাদেরকে সুদ মুক্ত পর্যাপ্ত ঋৃণ প্রদানের ব্যবস্থা করা হলে তারা এনজিওÑর সাপ্তাহিক কিস্তির যন্ত্রনা থেকে মুক্ত হয়ে অনেকটাই স্ব-নির্ভরশীলতাঅর্জন করতে পারবেন।