ক্রীড়া ডেস্ক : বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে পাঁচ হাজার রান পূর্ণ করেছেন তামিম ইকবাল।
এমন কীর্তি গড়ায় বাংলাদেশের সেরা এই ওপেনারকে অভিনন্দন জানিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
চট্টগ্রামে বুধবার ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে পাঁচ হাজার রান পূর্ণ করেছেন তামিম। মাইলফলক ছুঁতে এদিন তামিমের প্রয়োজন ছিল ৩৮ রান।
ব্যক্তিগত ৩৭ রান থেকে ইংলিশ পেসার ক্রিস ওকসকে স্কয়ার লেগ দিয়ে দৃষ্টিনন্দন একটি চার মেরে পাঁচ হাজার রান পূর্ণ করেন বাঁহাতি ওপেনার। পরের বলেও ফাইন লেগ দিয়ে মারেন আরেকটি চার।
পরের ওভারেই অবশ্য স্পিনার আদিল রশিদের বলে জেমস ভিন্সকে ক্যাচ দিয়ে ফিরে যান তামিম। ৬৮ বলে ৫টি চারের সাহায্যে করেন ৪৫ রান।
১৫৯ ওয়ানডেতে ৩২.৩০ গড়ে তামিমের রান এখন পাঁচ হাজার ৭। ৭টি সেঞ্চুরির (বাংলাদেশের হয়ে সর্বোচ্চ) পাশাপাশি আছে ৩৩টি ফিফটি। সর্বোচ্চ ইনিংস ১৫৪।
পাঁচ হাজার পূর্ণ করার পর আইসিসি তাদের অফিশিয়াল ফেসবুক পেজে তামিমের একটি ছবি পোস্ট দিয়ে লিখেছে, ‘বাংলাদেশের হয়ে ৫,০০০ ওয়ানডে রান পূর্ণ করেছেন তামিম ইকবাল। সাবাস!’