তামিম ইকবাল খান ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে অবস্থান

ক্রীড়া প্রতিবেদক : বুধবার আইসিসি তিন ফরম্যাটের ক্রিকেটারদের সর্বশেষ র‌্যাঙ্কিং প্রকাশ করেছে। ওয়ানডেতে বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল খান ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে অবস্থান নিয়েছেন। ওয়ানডের ব্যাটসম্যানদের তালিকায় চার ধাপ এগিয়ে তামিম ইকবাল বর্তমান অবস্থান করছেন ১৯তম স্থানে। তার রেটিং ৬৩৩। আগে তার র‌্যাঙ্কিং ছিল ২৩।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ১২৭ রানের অনবদ্য ইনিংস খেলেন তামিম। দ্বিতীয় ওয়ানডেতে অবশ্য ব্যাট করার সুযোগ পাননি। তৃতীয় ওয়ানডেতে করেন ৪ রান। প্রথম ওয়ানডেতে সেঞ্চুরি হাঁকানোর সুবাদে র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে তামিমের।

এদিকে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানেরও ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে। তিনি অবস্থান করছেন ২৬তম স্থানে। সাকিবের রেটিং ৬০১।

ওয়ানডে ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে রয়েছেন ডেভিড ওয়ার্নার। তার রেটিং ৮৭১। ৮৫২ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন বিরাট কোহলি।