ক্রীড়া প্রতিবেদক : তামিম ইকবালের নামের পাশে যোগ হলো আরেকটি অর্জন।
প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে পাঁচ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন ড্যাশিং এই ওপেনার।
চট্টগ্রামে বুধবার ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে পাঁচ হাজার রান পূর্ণ করেছেন তামিম।
মাইলফলক ছুঁতে এদিন তামিমের প্রয়োজন ছিল ৩৮ রান।
ব্যক্তিগত ৩৭ রান থেকে ইংলিশ পেসার ক্রিস ওকসকে স্কয়ার লেগ দিয়ে দৃষ্টিনন্দন একটি চার মেরে পাঁচ হাজার রান পূর্ণ করেন বাঁহাতি ওপেনার। পরের বলেও ফাইন লেগ দিয়ে মারেন আরেকটি চার।
পরের ওভারেই অবশ্য স্পিনার আদিল রশিদের বলে জেমস ভিন্সকে ক্যাচ দিয়ে ফিরে যান তামিম। ৬৮ বলে ৫টি চারের সাহায্যে করেন ৪৫ রান।
১৫৯ ওয়ানডেতে ৩২.৩০ গড়ে তামিমের রান এখন পাঁচ হাজার ৭। ৭টি সেঞ্চুরির (বাংলাদেশের হয়ে সর্বোচ্চ) পাশাপাশি আছে ৩৩টি ফিফটি। সর্বোচ্চ ইনিংস ১৫৪।
তামিম জিম্বাবুয়ের বিপক্ষে সর্বোচ্চ ৩৬ ম্যাচ খেলেছেন। জিম্বাবুয়ের বিপক্ষে রানও করেছেন সবচেয়ে বেশি, এক হাজার ২১৪। দ্বিতীয় সর্বোচ্চ ৬৭৬ রান করেছেন পাকিস্তানের বিপক্ষে ১৬ ইনিংসে। ভারতের বিপক্ষে ১৬ ইনিংসে করেছেন ৫০৪ রান। লঙ্কানদের বিপক্ষে করেছেন ১৪ ইনিংসে তামিমের রান ৪২০।
১৬২ ম্যাচে ৩৫.০৯ গড়ে চার হাজার ৫৬২ রান নিয়ে তামিমের পরেই আছেন সাকিব আল হাসান। সাকিবের ব্যাট তিন অঙ্ক ছুঁয়েছে ৬ বার, ফিফটি ৩১টি। সর্বোচ্চ ইনিংস অপরাজিত ১৩৪।
১৬৩ ম্যাচে ৩১.০৭ গড়ে চার হাজার ৯ রান নিয়ে তিনে আছেন মুশফিক। তার ৪টি সেঞ্চুরির পাশাপাশি ফিফটি ২২টি। সর্বোচ্চ ইনিংস ১১৭। সেরা পাঁচে আছেন মোহাম্মদ আশরাফুল (১৭৫ ম্যাচে ৩৪৬৮) ও মাহমুদউল্লাহ রিয়াদ (১৩০ ম্যাচে ২৮৪৮)।