তামিম-সারোয়ার গ্রুপের শরিয়া বোর্ডের আমির আটক

নিজস্ব প্রতিবেদক : জঙ্গি সংগঠন নব্য জেএমবির তামিম-সারোয়ার গ্রুপের শরিয়া বোর্ডের আমির মামুনুর রশীদ ওরফে শায়েখ মামুনকে আটক করেছে র‌্যাব।

সোমবার তাকে রাজধানীর ডেমরা এলাকা থেকে আটক করা হয়।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ সহকারী পরিচালক মিজানুর রহমান ভূঁইয়া বিষয়টি জানিয়েছেন।

মিজানুর রহমান ভূঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডেমরা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ বিষয়ে বিকেলে কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।