
রশ্মিকা মন্দানা ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী এবং মডেল, যিনি মূলত তেলুগু এবং কন্নড় চলচ্চিত্রে অভিনয় করে থাকেন। ক্যারিয়ার মাত্র পাঁচ বছরের এবং এখনও বলিউডে অভিষেকও হয়নি। গণমাধ্যম এবং কন্নড় চলচ্চিত্র শিল্পে তিনি ‘কর্ণাটক ক্রাশ’ নামে পরিচিত।
অনেকই রশ্মিকা মন্দানাকে বিয়ে করতে আগ্রহী। কিন্তু রশ্মিকা সম্প্রতি সাফ জানিয়ে দিয়েছেন, তামিল কোনো ছেলেকে বিয়ে করতে চান।
তামিলনাড়ুর সংস্কৃতিতে মুগ্ধ তিনি। বিশেষ করে ওই অঞ্চলের খাবার। আর বিয়ে প্রসঙ্গে বলেই ফেলেন, একজন তামিল ছেলের সঙ্গে গাঁটছড়া বাঁধবেন।
সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে রশ্মিকা মন্দানা বলেন, ‘তামিলনাড়ুর সংস্কৃতিতে আমি সত্যিই মুগ্ধ, বিশেষ করে এখানকার খাবার। আমি তামিল খাবারের প্রেমে পড়েছি এবং এগুলো সত্যিই সুস্বাদু। আশা করি, আমি একজন তামিলবাসীকে বিয়ে করব এবং তামিলনাড়ুর বধূ হব।’