তামিল পরিচালকের সিনেমায় শাহরুখ

ভক্তদের চমকে দিতে নতুন সিনেমা নিয়ে আসছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। তামিল পরিচালক আতলি কুমারের প্রথম হিন্দি ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে কিং খানকে। এই ছবিতে শাহরুখ খানকে দেখা যাবে একজন ‘র’ এজেন্টের চরিত্রে।

বিশাল বাজেটের এই ছবির শুটিং শুরু হবে সেপ্টেম্বরে ভারতের পুনেতে। এই ছবিটির জন্য শাহরুখের দশ দিনের সিডিউল রয়েছে সেখানে। তারপর মুম্বাই ও দুবাইয়ের বেশ কিছু লোকেশনে ছবির শুটিং হবে। এই ছবিতে শাহরুখ খানের বিপরীতে দেখা যাবে দক্ষিণী ছবির নায়িকা নয়নতারাকে। এছাড়া এই ছবিতে শাহরুখের সঙ্গে দেখা যাবে কমেডিয়ান সুনীল গ্রোভারকে।

বেশ কিছুদিন আগেই আতলি কুমারের প্রথম হিন্দি ছবির ঘোষণা দেয়া হয়। শাহরুখের বাড়িতেও দেখা গিয়েছিল তামিল এই পরিচালককে।এই ছবিতে বেশ কিছু অ্যাকশন সিকোয়েন্সও রয়েছে, তবে এটি কোনো রিমেক ছবি নয়। সম্পূর্ণ নতুন গল্পের ওপর এই ছবির চিত্রনাট্য তৈরি করা হয়েছে। ২০২০ সালে প্রথম এই ছবির ঘোষণা করা হয়, তারপর থেকেই জোর জল্পনা শুরু হয় ছবির বাজেট নিয়ে।

এক তথ্য অনুযায়ী জানা যায়, এই ছবির বাজেট প্রায় ২০০ কোটির কাছাকাছি।

অবশেষে বিখ্যাত তামিল পরিচালক কিং খান কে সাথে নিয়ে আকাশ ছোয়া বাজেটের সিনেমা টির শুটিং শুরু করতে যাচ্ছেন।