
বিনোদন ডেস্কঃ এবার ভারত থেকে ২০২২-এর অ্যাকাডেমি পুরস্কারের মনোনয়নে পাঠানো হচ্ছে তামিল ছবি কুড়াঙ্গাল। বস্তুত, ভবানীপুরের বিজলী প্রেক্ষাগৃহে ১৫ জনের বিচারক মন্ডলী প্রাথমিক ভাবে বাছাই করা শেরনি এবং সর্দার উধম, মালায়ালি ছবি নয়াট্টু এবং তামিল ছবি মন্দেলা সহ ১৪টি ছবির মধ্যে থেকে এটিকেই সেরা হিসেবে বেছে নিয়েছেন তারা।
তবে অস্কারের মনোনয়ন তালিকায় জায়গা পেলে তবেই খুলবে লাল কার্পেটের দরজা। তবে অস্কারের আশায় বুক বাঁধার প্রহর গোনা শুরু এখন থেকেই! পি এস বিনোদরাজের পরিচালনায়, নয়নতারা এবং ভিগনেশ শিবন প্রযোজিত ছবি কুড়াঙ্গাল।
সিনেমাটির সঙ্গীত পরিচালনায় ছিলেন ইউভান শঙ্কর রাজা। মদ্যপায়ী বাবার নিষ্ঠুরতা কোন দিকে ঠেলে দেয় এক ছোট্ট ছেলেকে, কী ভাবে সে বেরিয়ে পড়ে মায়ের খোঁজে— তা নিয়েই এগোয় সিনেমার গল্প।
বস্তুত, অস্কার মনোনয়নে ভারতের নির্বাচিত ছবি হওয়ায় খুশীর জোয়ারে এবং আবেগে ভাসছেন পরিচালক থেকে প্রযোজক সকলেই। উচ্ছ্বসিত প্রযোজক ডিগনেশ শিবন এক টুইট বার্তায় জানিয়েছে, নয়নতারা এবং কুড়াঙ্গল অস্কার পাচ্ছে এমন ঘোষণা শোনার সুযোগ হলেও হতে পারে!
স্বপ্ন পূরণের মুহূর্ত থেকে ঠিক দু’ধাপ দূরে দাঁড়িয়ে বলেও জানিয়েছেন তিনি। একইসাথে তিনি বলেছেন, আজ তাদের গর্ব, আনন্দ ও তৃপ্তির শেষ নেই।
সিনেমাটির প্রযোজক চিত্রনায়িকা নয়নতারা। ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছিল এ সিনেমাটি। পরিচালক নিজের পরিবারের কাহিনি থেকেই লিখেছেন সিনেমার গল্প।
ইতিমধ্যে সমালোচকদের মন কেড়েছে সিনেমাটি। এর আগে ‘এশিয়ান ফিল্ম অ্যাওয়ার্ড ২০২১’-এর জন্য মনোনীত হয়েছে কুড়াঙ্গাল।