তারপরও জিতল পাকিস্তান

ক্রীড়া ডেস্ক : এশিয়াতে প্রথম দিবারাত্রির টেস্টে ১৩ অক্টোবর মুখোমুখি হয় পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ইনিংসে পাকিস্তান ১২৩ রানে অলআউট হলেও টেস্টটি জিতে নিয়েছে তারা। ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে ৫৬ রানে।

দিবারাত্রির টেস্ট ইতিহাসে আজহার আলী প্রথম কোনো ব্যাটসম্যান হিসেবে ট্রিপল সেঞ্চুরি করেন। তাতে পাকিস্তান প্রথম ইনিংসে সংগ্রহ করে ৫৭৯ রান। জবাবে ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ইনিংসে সংগ্রহ করে ৩৫৭ রান।

২২২ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের বোলারদের তোপের মুখে পড়ে পাকিস্তান। এক দেবেন্দ্র বিশুর বোলিং ভেলকিতে ১২৩ রানেই অলআউট হয়ে যায় পাকিস্তান। তাতে ওয়েস্ট ইন্ডিজের সামনে জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৩৪৬ রান।

সেই রান তাড়া করতে নেমে পাকিস্তানকে ভয় পাইয়ে দেন ড্যারেন ব্রাভো। ১১৬ রানের অসাধারণ ইনিংস খেলে দলকে জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত জয়টি পায়নি ক্যারিবিয়ানরা। তারা অলআউট হয়ে যায় ২৮৯ রানে। তাতে পাকিস্তান জয় পায় ৫৬ রানে।

দ্বিতীয় ইনিংসে ব্রাভো ২৪৯ বলে ১০টি চার ও ১টি ছক্কার সমন্বয়ে ১১৬ রান করেন। এ ছাড়া অপরাজিত ৪০ রান করেন অধিনায়ক জ্যাসন হোল্ডার। ৪৭ রান করেন জনসন।

বল হাতে পাকিস্তানের মোহাম্মদ আমির ৩টি উইকেট নেন। ২টি করে উইকেট নেন ইয়াসির শাহ ও মোহাম্মদ নাওয়াজ। ১টি উইকেট নেন ওয়াহাব রিয়াজ।

ম্যাচসেরা নির্বাচিত হন আজহার আলী।

সংক্ষিপ্ত স্কোর :

পাকিস্তান-

প্রথম ইনিংস : ৫৭৯/৩ ডিক্লে (আহজার ৩০২*, আসলাম ৯০; বিশু ২/১২৫)।

দ্বিতীয় ইনিংস : ১২৩/১০ (আসলাম ৪৪; বিশু ৮/৪৯)।

ওয়েস্ট ইন্ডিজ-

প্রথম ইনিংস : ৩৫৭/১০ (ব্রাভো ৮৭, স্যামুয়েলস ৭৬; ইয়াসির ৫/১২১)।

দ্বিতীয় ইনিংস : ২৮৯/১০ (ব্রাভো ১১৬, জনসন ৪৭; আমির ৩/৬৩)।

ফল : পাকিস্তান ৫৬ রানে জয়ী

ম্যাচসেরা : আজহার আলী

সিরিজ : পাকিস্তান ১-০ ব্যবধানে এগিয়ে।