সিলেট : সিলেটের তারাপুর চা বাগানের দেবোত্তর সম্পত্তি জালিয়াতির মাধ্যমে দখল করে রেখেছিলেন শিল্পপতি রাগীব আলী।
উচ্চ আদালতের রায়ের পর আজ বুধবার দুপুরে দেবোত্তর ওই সম্পত্তিতে গড়ে ওঠা ৭১৫টি স্থাপনা বাগানের সেবায়েত পঙ্কজ কুমার গুপ্তকে বুঝিয়ে দেওয়া হয়েছে।
সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. মাহবুবুর রহমান সেবায়েত পঙ্কজকে স্থাপনাগুলো বুঝিয়ে দেন।
মীর মো. মাহবুবুর রহমান জানান, উচ্চ আদালতের দেওয়া রায়ের প্রেক্ষিতেই তারাপুর চা বাগানের ৭১৫টি স্থাপনা আনুষ্ঠানিকভাবে সেবায়েত পঙ্কজকে বুঝিয়ে দেওয়া হয়েছে।
তারাপুর চা বাগানে ওই ৭১৫ স্থাপনায় যারা বসবাস করছেন, আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তীতে তাদের উচ্ছেদ প্রক্রিয়া শুরু হবে বলেও জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
প্রসঙ্গত, ৪২২ দশমিক ৯৬ একর জায়গায় গড়ে ওঠা তারাপুর চা বাগান পুরোটাই দেবোত্তর সম্পত্তি। ১৯৯০ সালে জালিয়াতির মাধ্যমে বাগানের দখল নেন রাগীব আলী। চলতি বছরের ১৯ জানুয়ারি আপিল বিভাগের একটি বেঞ্চ তারাপুর চা বাগানে রাগীব আলীর দখলদারিত্ব অবৈধ ঘোষণা করে সব স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। গত ১৫ মে চা বাগানের ৩২৩ একর ভূমি সেবায়েত পঙ্কজ কুমার গুপ্তকে বুঝিয়ে দেয় সিলেট জেলা প্রশাসন।