তারাবির জন্য খুলে দেওয়া হল জেরুজালেম

আন্তর্জাতিক ডেস্কঃ মুসলমানদের পবিত্রতম স্থান জেরুজালেমে তারাবির নামাজ আদায়ে বাঁধা দূর হয়েছে। গেল কয়েকদিন সংঘর্ষের পর রবিবার সন্ধ্যায় দামেস্ক গেট থেকে ব্যারিকেড সরিয়ে বাধ্য হয় ইসরায়েলি কর্তৃপক্ষ।

দুই সপ্তাহের মধ্যে প্রথমবার জেরুজালেমে তারাবি জামাত আয়োজনের সুযোগ পেয়েছে ফিলিস্তিনিরা। মুসলিম নেতাদের আহ্বানে অঞ্চলটি উম্মুক্ত করে দেওয়ার নির্দেশ দেন পুলিশ কমিশনার।

এ ঘোষণার পর উল্লাসে ফেটে পড়ে মুসলিমরা। রমজান মাসে তারাবিহ আদায়ে পূর্ব জেরুজালেমের সবচেয়ে জনপ্রিয় এলাকা এটি। তবে শুরু থেকেই এতে বাধা সৃষ্টি করছে ইহুদি জনগোষ্ঠী।

নামাজ আদায় করতে না দেয়ায় গত তিনদিন বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে এলাকাটি। বিক্ষোভ ছড়ায় পশ্চিম তীরসহ অন্যান্য শহরেও। রণক্ষেত্রে পরিণত হয় জেরুজালেমের দামেস্ক গেট এলাকা।