
আগামী নির্বাচন বানচালের পাঁয়তারা চলছে: দক্ষিণখান বিএনপি আহবায়ক
নিজস্ব প্রতিবেদক: আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচালের জন্য একটি দল উঠেপড়ে লেগেছে বলে অভিযোগ করেছেন দক্ষিণখান থানা বিএনপির আহবায়ক হেলাল তালুকদার। তিনি বলেন, “তারা ইসলামকে ব্যবহার করে নানা অপকর্ম করে যাচ্ছে এবং দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।”
বৃহস্পতিবার (তারিখ) রাতে রাজধানীর দক্ষিণখানের চৈতী গার্মেন্টসের পাশে রাস্ট্র মেরামতের ৩১ দফা নিয়ে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হেলাল তালুকদার বলেন, “আমরা ১৭ বছর ধরে স্বৈরাচারী হাসিনা সরকারের নির্যাতনের শিকার। আমাদের নেত্রী, আমার মা—গণতন্ত্রের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে সঠিক সময়ে চিকিৎসা নিতে দেওয়া হয়নি, যার কারণে তিনি প্রায়ই অসুস্থ থাকেন। আমি তাঁর সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাই।”
তিনি আরও বলেন, “দেশনায়ক তারেক রহমান ঘোষিত ‘রাস্ট্র মেরামতের ৩১ দফা’তে নারীর অধিকার, বেকারত্ব দূরীকরণ, অর্থনৈতিক মুক্তিসহ একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের রূপরেখা দেওয়া হয়েছে। তাই সবাইকে অনুরোধ করছি, ৩১ দফা পড়ুন এবং অন্যের কাছে পৌঁছে দিন।”
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, “আগে হাসিনা ফ্যাসিবাদী রাষ্ট্র গঠন করেছিল। এখন একটি দল ইসলামকে ব্যবহার করে আবারও নির্বাচন বানচালের চক্রান্ত করছে। তারা ‘পিআর পদ্ধতি’র নামে বিভ্রান্তি ছড়াচ্ছে, যা সাধারণ ভোটাররা বুঝে না।”
সভায় তিনি আসন্ন নির্বাচনেধানের শীর্ষে ভোট দেওয়ার আহ্বান জানান এবং জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এতে সভাপতিত্ব করেন ৪৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আল-আমিন সরকার।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণখান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মতি, কামরুল হাসান আকরাম, আব্দুস সালাম, আনোয়ার হোসেন জমিদার, মো. দেলোয়ার হোসেন সবুজ, সদস্য মো. কবির হোসেন ভূঁইয়া, মো. হারুন-অর-রশিদ ভুট্টো, মো. সেলিম রেজা ও ৪৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুল ইসলাম।
উঠান বৈঠকের আয়োজন করেন দক্ষিণখান থানা বিএনপির সদস্য ডা. কবির হোসেন।
এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা মো. হোসেন, সানাউল্লাহ, শাহীন মোল্লা, আমিনুলসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এসময় উঠান বৈঠক জনসভায় পরিণত হয়।