গাজীপুর : শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, টঙ্গীর ট্যাম্পাকো কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় যাদের গাফিলতি থাকবে, তারা যে প্রতিষ্ঠান বা সংস্থার হোক না কেন শাস্তি পাবেই।
তিনি রোববার সকালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। এ সময় মন্ত্রীর সঙ্গে স্থানীয় সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল ছিলেন।
মন্ত্রী বলেন, ‘টঙ্গীর টাম্পাকো কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় আমরা সবাই মর্মাহত, শোকাহত। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ সবাই এ ব্যাপারে শোক প্রকাশ করেছেন। হতাহতের পরিবার-পরিজনদের প্রতি সমবেদনা জানাই। প্রধানমন্ত্রীর নির্দেশে স্বাস্থ্য মন্ত্রাণালয়ের পক্ষ থেকে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। শ্রম মন্ত্রণালয় থেকে আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে। শিল্প মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পুংখানুপুঙ্খ তদন্ত করে আমরা দেখব এ ঘটনা কেন ঘটল।’
তিনি বলেন, ‘এ ঘটনার মাধ্যমে যে এতগুলো প্রাণ গেল এজন্য আমরা খুবই দুঃখিত। শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে এরই মধ্যে নির্দেশ দিয়েছি সব শিল্প নগরীতে ধরনের তদন্ত করার। দেখা হোক কোথাও কোনো লিকেজ ও বৈদ্যুতিক শর্টসার্কিট আছে কি না? বয়লার নষ্ট হওয়ার সম্ভাবনা আছে কিনা? মেয়াদ উত্তীর্ণ কোনো বয়লার চালু আছে কিনা?’