বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে সামনে রেখে রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান।
শুক্রবার (১৯ ডিসেম্বর) কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
আবিদুল ইসলাম খান বলেন, আমাদের জুলাইয়ের সহযোদ্ধা শরীফ ওসমান হাদির ওপর যে গুলিবর্ষণ করা হয়েছিল সেটাও কিন্তু তারেক রহমানের যে স্বদেশ প্রত্যাবর্তন, সেটাকে সামনে রেখে রাষ্ট্রকে অস্থিতিশীল করবার একটা পাঁয়তারা ছিল। সেই জুলাইয়ের স্পিডকে সামনে রেখে আপনাদের সামনে প্রতিজ্ঞা করতে চাই- এই পৃথিবীর বুকে এমন কোন শক্তি এখনও পর্যন্ত জন্মায় নাই তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে বিন্দু পরিমাণ ডিস্টার্ব করতে পারে।
তিনি আরও বলেন, শহীদ ওসমান হাদি নিঃসন্দেহে আমাদের ভাই। আমরা সবাই যখন শোকাহত, সবার চোখে যখন পানি, ঠিক তখন শরীফ ওসমান হাদির লাশকে সামনে রেখে রাজনৈতিক ফায়দা লুটবার জন্য একটা নির্দিষ্ট গোষ্ঠী বাংলাদেশের স্বনামধন্য মিডিয়া প্রতিষ্ঠানগুলোতে নেক্কারজনকভাবে হামলা চালিয়েছে। রাজশাহী-খুলনাতে কূটনৈতিক অফিসগুলোতে তারা হামলা চালিয়েছে। ময়মনসিংহে একজন মানুষকে মেরে তাকে ঝুলিয়ে আগুন নিক্ষেপ করা হয়েছে। এগুলো সম্পূর্ণভাবে রাষ্ট্রকে অস্থিতিশীল করবার জন্য পাঁয়তারা। নির্বাচন চায় না তারা।
ছাত্রদলের এই নেতা বলেন, নির্বাচন চায় না আওয়ামী লীগ, নির্বাচন চায় না যারা দীর্ঘ দুঃশাসনে আওয়ামী লীগের সঙ্গে থেকে সুযোগ সুবিধা নিয়েছে এবং পরবর্তী সময়ে তারা বিভিন্ন লেবাস ধারণ করেছে।
ধানের শীষের পক্ষে ভোট চেয়ে তিনি বলেন, আমি আপনাদের কাছে আপনাদের ছোট ভাই আপনাদের সন্তান হিসেবে অনুরোধ করে চাই এখানে যারা উপস্থিত হয়েছেন, ডোর টু ডোর পৌঁছে যান। প্রতিটি মানুষের কাছে দীর্ঘ দুঃশাসনে গণতন্ত্র, মানবাধিকার ও ভোটাধিকারের আপোষহীন প্রতীক ধানের শীষের পক্ষে ভোট চান। এই ধানের শীষকে বিজয়ী করে আনতে হবে। কারণ, ধানের শীষের বিজয় আপনার স্বার্থ নয়, আমার স্বার্থ নয়, বেগম খালেদা জিয়ার স্বার্থ নয়, তারেক রহমানের স্বার্থ নয়, এই ধানের শীষে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকে আছে।
অনুষ্ঠান পরিচালনা করেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সরোয়ার ভূইয়া দোলন। এ সময় মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহা সুলতান খোকন, এস এম মুনসুর, যুবদলের আহ্বায়ক রহমত উল্লাহ জিকু, যুগ্ম-আহ্বায়ক বাহারুল আলম বাবর, সদস্য সচিব আমান উল্লাহ চৌধুরী, উপজেলা যুবদলের নেতা মোজাম্মেল হক, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, উপজেলা ছাত্রদল সদস্য সচিব নূর মোহাম্মদ মেহেদী প্রমুখ উপস্থিত ছিলেন।


