তারেক রহমানের ফ্লাইটে আরও দুই কেবিন ক্রু লন্ডন থেকে পরিবর্তন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঢাকায় ফেরার ফ্লাইটের নিরাপত্তা ও রাজনৈতিক সংবেদনশীলতা বিবেচনায় লন্ডন থেকে আরও দুই কেবিন ক্রু পরিবর্তন করা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তাজনিত ঝুঁকি এবং রাজনৈতিক সংযোগকে মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ (২৩ ডিসেম্বর) মঙ্গলবার বিমান সূত্র চ্যানেল আইকে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, তারেক রহমানকে বহনকারী বিজি-২০২ ফ্লাইটটি ২৪ ডিসেম্বর (বুধবার) সন্ধ্যায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। ফ্লাইটে তারেক রহমানের পরিবারের সদস্যদের পাশাপাশি বিএনপির শীর্ষ পর্যায়ের একাধিক নেতা থাকবেন।

এর আগে রোববার ঢাকা থেকে রওনা হওয়ার মুহূর্তে দুই কেবিন ক্রু জুনিয়র পার্সার মো. সওগাতুল আলম সওগাত ও ফ্লাইট স্টুয়ার্ডেস জিনিয়া ইসলামকে গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে সরিয়ে দেওয়া হয়েছিল। সূত্র জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের আওয়ামী লীগের নেতাদের সঙ্গে ছবি ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক সংযোগের বিষয়ে নতুন তথ্য পাওয়া যায়। এছাড়া ভিআইপি যাত্রীর নিরাপত্তার সম্ভাব্য ঝুঁকির কারণে তাদের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়।

পরে ফ্লাইটে নতুন দুই কেবিন ক্রু জুনিয়র পার্সার মোস্তফা ও ফ্লাইট স্টুয়ার্ডেস আয়াতকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তা ছাড়পত্র ছাড়া বা রাজনৈতিকভাবে সংযুক্ত ব্যক্তিকে স্পর্শকাতর ফ্লাইটে দায়িত্ব দেওয়া যাবে না। এর আগে ২ মে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ফ্লাইটেও গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে দুই কেবিন ক্রুকে দায়িত্ব থেকে সরানো হয়েছিল। ওই সময়ও ভিআইপি যাত্রীর নিরাপত্তা এবং রাজনৈতিক সংযোগকে কারণ হিসেবে উল্লেখ করা হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সংশ্লিষ্টরা জানান, এই ধরনের পরিবর্তন ভবিষ্যতেও ভিআইপি যাত্রীর নিরাপত্তা ও রাজনৈতিক সংবেদনশীলতা অনুযায়ী প্রয়োগ করা হবে।