
বিএনপির বিরুদ্ধে চলমান ষড়যন্ত্র ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে গাজীপুর মহানগরে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে গাজীপুর মহানগরের শিববাড়ি বাস স্ট্যান্ড শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে শিববাড়ি মোড় হয়ে সদর মেট্রো থানা রোডের মুক্তমঞ্চের সামনে এসে বক্তব্যের মধ্য দিয়ে এই বিক্ষোভ মিছিল শেষ হয়।
বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক ১ নম্বর যুগ্ম আহ্বায়ক ও ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর হান্নান মিয়া হান্নু।
এ সময় দলীয় নেতাকর্মীরা তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগানে স্লোগানে রাজপথ মুখর করে তোলেন।
মিছিল শেষে সমাবেশে হান্নান মিয়া হান্নু বলেন, দৃশ্য অদৃশ্য দেশ বিরোধী শক্তির ইন্ধনে বিএনপি ও তারেক রহমানকে নিয়ে যে অপপ্রচার চালানো হচ্ছে, তা জনগণ কোনোভাবেই মেনে নেবে না। এদেশের আপামর জনগণ অচিরেই এর জবাব রাজপথে ও ধানের শীষে ভোটের মাধ্যমে দেবে। তারেক রহমান এই দেশের গণতন্ত্রের শেষ আশার প্রতীক। তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে জাতিকে ধোকা দেওয়া যাবে না। আমরা রাজপথে আছি, থাকবো ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ধারাবাহিক ষড়যন্ত্র, মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে, মিটফোর্ডে সংঘটিত পাশবিক হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিসহ গোপন তৎপরতায় অভ্যস্ত একটি গুপ্ত সংগঠনের মাধ্যমে পরিকল্পিতভাবে মব সৃষ্টির অপচেষ্টা ও সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর প্রতিবাদ ও জনগণকে ভুলভাল বুঝানোর অপচেষ্টাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
এ সময় আরো উপস্থিত ছিলেন গাজীপুর সদর মেট্রো থানা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ নাজমুল খন্দকার সুমন, কাউলতিয়া মেট্রো থানা যুবদলের আহ্বায়ক নাজমুল সরকার, গাজীপুর সদর মেট্রো থানা শ্রমিক দলের আহবায়ক হাজী লিয়াকত হোসেন
যুবদল নেতা আসলাম মিয়া, লিয়াকত হোসেন লিটন, মাহবুব আলম মাসুম, টিটু, সোহেল, তরিকা আল মামুন, ফখরুল আলম রনি, মাহফুজুর রহমান রনি,গাজীপুর মহানগর কৃষক দলের যুগ্ম আহবায়ক মামুন বেপারী, গাজীপুর মহানগর জাসাস যুগ্ন আহবায়ক তাইজুল ইসলাম সাদ্দাম, গাজীপুর সদর মেট্রো থানা তাঁতী দলের আহবায়ক শহিদুল আপন, শ্রমিক দলের আলমগীর হোসেন, কবির হোসেন কবু,ছাত্রদলের তানজিম সোহেল,
শাকিল আহমেদ প্রমুখ।