তারেক রহমানের সঙ্গে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রতিনিধি দল।

রোববার (১৮ জানুয়ারি) রাত ৭টায় গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান।

এ সময় তারেক রহমান ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রতিনিধি দলের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে নৃ -গোষ্ঠীর প্রতিনিধিরা তারেক রহমানকে পাহাড়ি পোশাক পরিয়ে দেন।

সাক্ষাৎকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।

২০০৭ সালের ১৮ ডিসেম্বর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশে এবং বিএনপি মহাসচিবের অনুমোদনে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দল’ গঠিত হয়।

বিএনপি চেয়ারম্যান লন্ডনে থাকা অবস্থায় বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দল ভার্চুয়ালি বৈঠক করেন।