
নিজস্ব প্রতিবেদকঃ সমৃদ্ধির আগামীর বাংলাদেশ গড়তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি সম্পর্কে সবাইকে জানতে হবে। এই ৩১ দফাই আগামীর রাষ্ট্র গঠনের মূল দিকনির্দেশনা হবে এমন মন্তব্য করেছেন দক্ষিণখান থানা বিএনপির আহবায়ক হেলাল তালুকদার।
বৃহস্পতিবার রাত ৯টায় রাজধানীর দক্ষিণখানের কাঠালতলায় ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ বিষয়ে এলাকাবাসীর মাঝে লিফলেট বিতরণ, আলোচনা সভা ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হেলাল তালুকদার বলেন, “জিয়া পরিবারের ত্যাগ আমাদের হৃদয়ে ধারণ করতে হবে। আদরের ভাইকে শেষবার দেখতে পারেননি দেশনায়ক তারেক রহমান। গণতন্ত্রের আপোষহীন নেত্রী, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন কারাবন্দী থেকেও আপোষ করেননি। আপোষ করলে আজ গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব হতো না।”
তিনি আরও বলেন, “আমরা বিশ্বাস করি— দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ গঠিত হবে, ইনশাআল্লাহ।”
উক্ত উঠান বৈঠকের সভাপতিত্ব করেন ৪৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আল-আমিন সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণখান থানা বিএনপির যুগ্ম আহবায়ক আমিরুল ইসলাম বাবলু, মতিউর রহমান মতি, কামরুল হাসান আকরাম ও দক্ষিণখান থানা শ্রমিকদলের সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন দক্ষিণখান থানা বিএনপির আহবায়ক সদস্য মো. সেলিম রেজা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণখান থানা বিএনপির আহবায়ক সদস্য হারুনুর রশিদ ভুট্টো, কবির হোসেন ভূঁইয়া, বৃহত্তর উত্তরা থানা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. হোসেনসহ
বিএনপি ও তার অঙ্গসহযোগী সংগঠনে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।